ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাত: দুই সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উত্তর-পশ্চিম আঘাত হেনেছে মৌসুমের প্রথম হারিকেন আলবার্তো। এদিকে ঝড়ের কবলে পড়ে সংবাদ কাভার করতে যাওয়া দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে ঘন্টায় শত কিলোমিটার বেগে আঘাত হানে আলবার্তো। এতে বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, ঝড়ের কারণে একটি গাছ দুই টেলিভিশন সাংবাদিককে বহনকারী মাইক্রোর উপরে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত দুই সাংবাদিক হলেন, ম্যাক করমিক এবং ফটো জার্নালিস্ট স্মেলজার।

এদিকে আবহাওয়া বিভাগ বলছে, স্থানীয় লেগুনা বিচ এলাকা থেকে উত্তরের দিকে সরে যাচ্ছে আলবার্তো। ঝড়ের কারনে মিসিসিপি ও জর্জিয়া রাজ্যে ভারী বৃষ্টি ও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে, প্রাণহানী এড়াতে উপকূল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধের পাশাপাশি জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সূত্র: এনবিসি নিউজ
এমজে/