ঈদকে সামনে রেখে প্রকাশনা প্রতিষ্ঠান, সঙ্গীত পরিচালক এবং শিল্পীরা দিন ফেরানোর আশাবাদী
প্রকাশিত : ১২:০৪ পিএম, ২২ জুন ২০১৬ বুধবার | আপডেট: ১২:০৪ পিএম, ২২ জুন ২০১৬ বুধবার
গেল কয়েক বছর ধরে বাংলা গানের একচেটিয়া আধিপত্যে ছেদ পড়েছে। নতুন প্রজন্ম বাংলা গানে মুখ ফিরিয়ে না নিলেও, ঝুঁকছে ভারতীয় ব্যান্ড কিংবা প্লেব্যাকের গানে। এর ফলে কঠিন অবস্থায় পড়তে হচ্ছে বাংলাদেশের অডিও ব্যবসায়ীদের। ঈদকে সামনে রেখে প্রকাশনা প্রতিষ্ঠান, সঙ্গীত পরিচালক এবং শিল্পীরা আবারও দিন ফেরানোর আশাবাদী।
গোটা ৯০-এর দশকতো বটেই, পরবর্তী দশকের অর্ধেকের বেশী সময় পর্যন্ত বাংলা গানে যেমন ছিল জোয়ার, তেমনি জনপ্রিয়তা। সময়ের পালাবদলে সেসব কিংবদন্তী গানের ¯্রষ্টা এবং শিল্পীরা নিজেদের গুটিয়ে নিয়েছেন অভিমানে।
প্রতিবছর ঈদ কিংবা কোন উৎসব কেন্দ্র করে বাজারে আসছে নতুন কিছু গানের অ্যালবাম। এবছর আয়োজন একটু বেশি থাকলেও সিংহভাগ অ্যালবামে প্রাধান্য পেয়েছে নতুনরা।
গানের কথা ও সুরের ভিন্নতা নিয়ে শিল্পীদের চেষ্টার অন্ত নেই। তবুও শ্রোতাদের মন ফেরাতে গানেও বৈচিত্র নিয়ে আসার অঙ্গীকার শিল্পীদের।
অডিওর সাথে মিউজিক ভিডিও না থাকলে অসম্পূর্ন থাকে বলে দৃশ্যমান আয়োজন প্রতিটি অ্যালবামে।