অস্তিত্বহীন ১৮৯ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশিত : ১১:৪০ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:২৬ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমন কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে যেগুলো আছে শুধু নামেই। বাস্তবে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। এ ধরনের ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) গত বছরের ২৮ নভেম্বর স্বীকৃতি পাওয়া কিন্তু অস্তিত্বহীন স্কুল ও কলেজের তথ্যসহ তালিকা চেয়েছে। পাশাপাশি অনুমোদনহীন ও স্বীকৃতিহীন চালু শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও চাওয়া হয় ওই সময়। দেশের ৯টি অঞ্চল–ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক এবং ৬৪ জেলার শিক্ষা কর্মকর্তারা সে অনুযায়ী অস্তিত্ব নেই এমন ১৮৯টি স্কুল কলেজ ও মাদ্রাসার তালিকা পাঠান।
তালিকা পাওয়ার পর গত ৩ এপ্রিল মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর চিঠি দেন। ওই চিঠিতে এসব প্রতিষ্ঠানের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করা হয়। অধ্যাপক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘অস্তিত্ব নেই এমন প্রতিষ্ঠান ছেঁটে ফেলা প্রয়োজন। মন্ত্রণালয়ে পরবর্তী পদক্ষেপের জন্য মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়া গেলে এসব প্রতিষ্ঠান ছেঁটে ফেলা হবে।’
এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগিরই নির্দেশ দেওয়া হবে।’
মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ‘অস্তিত্বহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের একাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমতি রয়েছে, তা বাতিল করা হবে।’
এসি