ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দ্বীপজেলা ভোলায় পর্যটনের অপার সম্ভাবনা (ভিডিও)

প্রকাশিত : ১০:৫২ এএম, ৩০ মে ২০১৮ বুধবার | আপডেট: ০২:১৩ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

দ্বীপজেলা ভোলায় চর কুক্রী-মুকরী, কালকিনি সমুদ্র সৈকত সহ রয়েছে অনেক পর্যটন স্থান। প্রকৃতির সান্নিধ্য পেতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এখানে। কিন্তু, আবাসন ও যাতায়তের সু-ব্যবস্থা না থাকায় বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। পরিকল্পিত উদ্যোগ নিলে চর কুকরী-মুকরী হয়ে উঠতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।

ভোলা সদরের মেঘনা তীরবর্তী তুলা-তুলি ও বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা চর কুক্রী-মুকরী, ঢালচরের তারুয়া সমুদ্র সৈকত, চর মনপুরা ও চরনিজামের কালকিনি সৈকতের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসেন অসংখ্য পর্যটক।

তবে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নানা ঝামেলা পোহাতে হয় তাদের। এসব এলাকায় যাতায়াতে নেই নির্ধারিত নৌ-যান। রিজার্ভ স্পিড বোট, ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে যেতে হয় পর্যটকদের।

পর্যটন সম্ভাবনার কথা বিবেচনা করে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা।

এলাকাবাসী বলছে, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি ও অবকাঠামোগত উন্নয়ন হলে ভোলার স্পটগুলোতে বাড়বে পর্যটকের সংখ্যা; অর্থনীতিতে পড়বে ইতিবাচক প্রভাব।