ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েবসাইট চালু

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

অত্যাধুনিক ফিচার আর কন্টেন্টে সাজানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট। তভাগ তথ্যপ্রযুক্তিনির্ভর ও সম্পূর্ণ সেশনজট মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি www.nu.ac.bd হালনাগদ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ মঙ্গলবার ওয়েবসাইটটি উদ্বোধন করেছেন।

সময়োপযোগী বেশকিছু নতুন ফিচারের মাধ্যমে সাজানো হয়েছে এর কন্টেন্ট। তৈরি করা হয়েছে নতুন করে কিছু ম্যানু, সাব-ম্যানু বাটন। এর মাধ্যমে শেয়ার করার উদ্যোগ নেয়া হয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টের ভিডিও ডকুমেন্টারি, ইমেজ ও প্রকাশনাগুলোর। সহজ করা হয়েছে শিক্ষার্থীদের সেবা প্রদানের বিভিন্ন কার্যক্রম। নিরুৎসাহিত করা হয়েছে যে কোনো কাজে সরাসরি গাজীপুর ক্যাম্পাসে আসা। উদ্দেশ্য, দ্রুততম সময়ে সঠিক তথ্যের ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়া।

নতুন আদলে করা এই ওয়েবসাইটটির উদ্বোধনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ প্রফেসর ড. মো. নাসির উদ্দিনকে দ্রুততম সময়ের মধ্যে এ কাজটি সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, আইসিটি পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘সময়ের সঙ্গে তাল মেলাতে যা করণীয়, তা-ই করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রেরণকারী গর্বিত জাতি আমরা। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সদা সচেষ্ট। এই ওয়েবসাইটের মাধ্যমে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জন্য যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো।’

এমজে/