শুভশ্রীর সঙ্গে মন্দিরে মন্দিরে রাজ
প্রকাশিত : ১০:৩৯ এএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার
বিয়ের পর হানিমুনে যাওয়ার সময় হয়নি রাজ-শুভশ্রীর। কারণ পরিচালক খুব ব্যস্ত তার আপকামিং সিনেমা নিয়ে। তবে রোম্যান্স বাকি রাখলেও কিন্তু ইশ্বরের আর্শীবাদ নিতে ভোলেননি নব দম্পত্তি। সিদ্ধি বিনায়ক থেকে হাজিআলি, মহালক্ষ্মী মন্দির-মুম্বাইয়ের প্রায় সব মন্দিরে স্থান ঘুরে ফেলেছেন তারা। সেখানে গিয়ে সুখী জীবনের প্রার্থনা করেছেন দুজন।
বাওয়ালি রাজবাড়িতে বাঙালি রীতি মেনেই চার হাত এক হয়। আর বিয়ে যেমন রাজকীয়, তেমনই রাজকীয় ছিল বিয়ের মেনুও। বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা পোশাকের সঙ্গে ভারী সোনার গয়না এবং মাথায় ওড়নাতে সেজে উঠেছিলেন শুভশ্রী।
অন্যদিকে সবুজ রঙের পাঞ্জাবী পরেছিলেন রাজ। সঙ্গে মানানসই ধুতি। আর মাথায় টোপর। জুঁই ফুল দিয়ে সাজানো হয় ছাদনাতলা। যার নীচে দাঁড়িয়েই আজীবন একসঙ্গে পথ চলার শপথ নেন রাজ-শুভশ্রী। এই পথ চলা মসৃণ করতেই ভাগবানের মন্দিরে ঘুরছেন তারা।
আচমকা বাগদান দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রাজ-শুভশ্রী। তারপর ডেস্টিনেশন বিয়ে। রুপোর থালাবাটিতে অতিথিদের দুপুরে খাওয়ার ব্যবস্থা। নানান পদের খাবার। সব মিলিয়ে রাজ-শুশ্রীর বিয়ে ছিল ফুল অফ সারপ্রাইজ বক্স। না খুললেই চোখ জলসে উঠছে সবার।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/