রাজশাহীতে আম পাড়া ও বিক্রির ধুম (ভিডিও)
প্রকাশিত : ০১:২৭ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার
রাজশাহীতে লেগেছে আম পাড়া ও বিক্রির ধুম। অনুকূল আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলন হয়েছে। তবে দাম নিয়ে হতাশ চাষীরা।
২০ মে থেকে আম বিক্রির অনুমতি দেয় প্রশাসন। কিন্তু গরম কিছুটা কম হওয়ায়, বিক্রির উপযোগী হতে সময় লাগে এক সপ্তাহ বেশি।
সকাল থেকে সন্ধ্যা, ব্যস্ত রাজশাহীর চাষীরা। আম সংগ্রহ করেই নেয়া হচ্ছে বাজারে। ক্রেতা-বিক্রেতায় মুখরিত সবচে বড় হাট পুটিয়ার বানেশ্বর। গোপালভোগে সয়লাব বাজার। মণ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫শ টাকায়। গতবার যা ছিলো ২৪ থেকে ২৫শ টাকা।
শিগগির আসবে খিরসাপাত, আম্রপালি, ল্যাংড়া, হিমসাগর, মোহনভোগ, রানীপ্রসাদ, ফজলি ও আশি^নাসহ অন্যান্য জাতের আম।
প্রশাসনের তদারকির কারণে ভোক্তারা ফরমালিনমুক্ত আম পাবেন বলে জানালেন জেলা প্রশাসক।
আমের রাজধানী রাজশাহীতে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা দুই লাখ আট হাজার মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ।