ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সততার প্রশ্নে অবিচল ইঅারএফ : সাইফ ইসলাম দিলাল

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২১ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন- সাইফ ইসলাম দিলাল; ছবি: একুশে টেলিভিশন অনলাইন

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন- সাইফ ইসলাম দিলাল; ছবি: একুশে টেলিভিশন অনলাইন

অামরা তরুণদের শেখাতে চাই। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শেখার কোনো বিকল্প নেই। বিশেষ করে যারা অর্থনৈতিক সাংবাদিকতায় কাজ করতে চায়, অামরা তাদের শেখার জন্য ইনস্টিটিউটের ব্যবস্থা রেখেছি। অাজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইঅারএফ) নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সভাপতি সাইফ ইসলাম দিলাল। ‘অাপনালয়ে ইঅারএফ’ শিরোনামে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত।

সাইফ ইসলাম দিলাল বলেন, এই সংগঠনে ডান বামের কোনো ভেদাভেদ নেই। অামাদের কাছে সাংবাদিক মানে সাংবাদিক।

একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর সাইফ ইসলাম দিলাল অারও বলেন, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম- এর সাংবাদিক ভাইয়েরা সততার প্রশ্নে অবিচল। যেহেতু রাষ্ট্রীয় অর্থনীতির অনেক কিছু অর্থনৈতিক সাংবাদিকদের কলমের ওপর নির্ভর করে সেহেতু এখানে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হয় না।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইআরএফের সদস্যরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অাঅা/এসএইচ/