ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

প্রত্যাশা ও চাপ কাটিয়ে তৃতীয় রাউন্ডে সেরেনা

প্রকাশিত : ০৯:০৪ এএম, ১ জুন ২০১৮ শুক্রবার

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে ক্রিস্টিনা প্লিসকোভাকে হারানোর পর এবার সেরেনার জয় অ্যাশলে বার্টির বিরুদ্ধে। এদিনের টানটান উত্তেজনা ভরপুর ম্যাচের ফলাফল সেরেনার পক্ষে ৩-৬, ৬-৩,৬-৪।
তিনবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। কিন্তু সন্তানের জন্মের পর এই প্রথম কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অংশ নেন মার্কিন টেনিস তারকা। তাই সমর্থকদের বাড়তি আকর্ষণ ছিল তাকে ঘিরে। পাশাপাশি নিজের রেকর্ড ধরে রাখার চাপও ছিল টেনিস তারকার উপর। সেই সমস্ত প্রত্যাশা এবং পাহাড় প্রমাণ চাপ কাটিয়ে পর পর দুই ম্যাচ লড়াই করে জিতে সেরেনা পৌঁছে গেলেন টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে।
চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা প্লিসকোভার বিপক্ষ শুরুটা খুব একটা ভালো হয়নি সেরেনার। তবে, শেষ পর্যন্ত ৭-৬ ও ৬-৪ গেমে ম্যাচ জেতেন। এবারেও ৩৬ বছর বয়সী তারকাকে লড়ে ম্যাচ জিততে হয়। প্রথম সেট খুইয়েও তার এদিনের ম্যাচে ফিরে আসা ছিল দেখার মতো। ম্যাচের শেষের দিকে তার পাওয়ার টেনিসের সামনে উড়ে যান অ্যাশলে বার্টি।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/