(ভিডিও)
‘বাজেট ২০১৮-১৯ হতে হবে ভোক্তাবান্ধব’
প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:২৯ এএম, ৩ জুন ২০১৮ রবিবার
আসন্ন বাজেটে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। আর ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব বলছে, বাজেট হতে হবে ভোক্তাবান্ধব। করমুক্ত জ্বালানি খাতের দাবিও জানিয়েছে সংগঠনটি।
বাজেটের জটিল হিসাব-নিকাশ সাধারণ মানুষ বুঝতে না চাইলেও, তাদের প্রত্যাশা, সরকারের নীতি হতে হবে জনবান্ধব।
অনেকটা অভিমানের সুরে এক বৃদ্ধ রিক্সা চালক বাজেটে নিজেদের জন্য তেমন কিছু থাকে না বলে অভিযোগ করেন। আরেক রিক্সাচালক সন্তানের শিক্ষার জন্য বাজেটে বরাদ্দের দাবি জানান।
বাজেট নিয়ে সাধারণ মানুষের তেমন ধারণা না থাকলেও তারা চান দেশের উন্নয়ন। কারো কণ্ঠে উঠে আসে স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে সরকারি হাসপাতালে সুযোগ বাড়ানোর কথা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জ্বালানী পণ্যকে করমুক্ত রাখা প্রয়োজন।
স্বচ্ছতার সঙ্গে গণশুনানী করে জ্বালানীর দাম নির্ধারণের দাবিও জানান তিনি।
একে//