ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

(ভিডিও)

‘চিহ্নিত মাদক ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে’

প্রকাশিত : ০২:১২ পিএম, ১ জুন ২০১৮ শুক্রবার

মাদকের ছড়াছড়ি গোটা ফেনী জেলায়। মাদক বহনের অভিযোগে গত এক বছরে এক হাজারের বেশি ব্যক্তি গ্রেফতার এবং প্রায় ৯শ’ মামলা হয়েছে এই জেলায়। তবে, ছাড়া পেয়ে আবারো মাদক সেবন এবং ব্যবসায় জড়িয়ে পড়ছে অভিযুক্তরা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন বিক্ষিপ্তভাবে অভিযান চলালেও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

আয়তনে ছোট হলেও ফেনী জেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবাধে ঢুকছে মাদকদ্রব্য। ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলায় চোরাকারবারীরা প্রায়ই আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ছে বিপুল পরিমান মদ, গাঁজা, ইয়াবাসহ।

স্থানীয়রা বলছে, ছাড়া পেয়ে এসব মাদক ব্যবসায়ী ফের জড়িয়ে পড়ে একই কাজে। এভাবে মাদক ছড়িয়ে পড়ছে তরুণ- তরুণীদের হাতে হাতে।

মাদক নির্মূলে প্রায়ই অভিযান চালায় বিজিবি, র‌্যাব ও পুলিশ।

পাচারপ্রবণ এলাকায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হলে মাদক চোরাচালান ৯০ শতাংশ কমে যাবে বলে মনে করে স্থানীয় মানুষ।

মাদকের বিস্তার ঠেকাতে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানোসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।



একে//