ছুটির দিনে জমেছে ঈদের বাজার [ভিডিও]
প্রকাশিত : ১১:৫৩ পিএম, ১ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:২৯ এএম, ৩ জুন ২০১৮ রবিবার
ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে রাজধানীর শপিং মল ও মার্কেটগুলোতে। দেশী-বিদেশী বাহারী পোষাকে ছেয়ে গেছে মার্কেট।
ক্রেতার নজর কেড়েছে মেয়েদের ফিশ ফর্ক। বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।
ঈদের বাকি রয়েছে আর পনেরো দিন। ছুটির দিনের সকাল থেকেই জমজমাট রাজধানীর ঈদের বাজার। রকমারী পোষাকের সন্ধানে পরিবার নিয়ে দোকান থেকে দোকানে ছুটেছেন ক্রেতারা অন্য বছরের তুলনায় এবার পোষাকের মান ভালো আর দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট তারা।
গরমকে মাথায় রেখে ছোট বাচ্চাদের জন্যও সুতির আরামদায়ক পোষাকের চাহিদাও বেশ।
বাজারে এবার মেয়েদের পোষাকে চাহিদার তুঙ্গে আছে ফিশ ফর্ক নামের জামা। বাজারে বিদেশি পোষাকেরই চাহিদা বেশি।
পোষাকের সাথে মিলিয়ে প্রসাধনী, ব্যাগ আর জুতা-স্যান্ডেলও কিনছেন অনেকেই। পছন্দসই জামা-জুতো পেয়ে খুশি বাচ্চারাও।
কেউ কেউ বলছেন পোশাকের দাম হাতের নাগালেই আছে, ভিন্নমতও আছে কারো কারো। ভালো বিক্রিতে খুশি বিক্রেতারা।
তারপরও বিভিন্ন শপিং সেন্টারে ক্রেতা আকর্ষণে আছে বিশেষ ছাড়ের ঘোষণা।
ভিডিও:
এসি