সোহেল তাজের স্ট্যাটাস নিয়ে তোলপাড়
প্রকাশিত : ১১:০২ এএম, ২ জুন ২০১৮ শনিবার
সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তার নিজস্ব ভাবনা তুলে ধরেন সোহেল তাজ। তিনি লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কী করা যায় এবং বিশেষ করে যুব সমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কি না ও অনেক চিন্তা ভাবনা করে একটা সমাধান পেয়েছি— ঈদের পর জানাব!!
অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিত— আমি বেশিরভাগ সময়ই দেশে থাকি।’
এই পোস্ট দেওয়ার পর ১১ ঘণ্টায় তাতে লাইক পড়েছে ৩৩ হাজারের বেশি, পোস্টটি শেয়ার করেছেন এক হাজার ৬৫৬ জন। তার ওই পোস্টে কমেন্ট পড়েছে চার হাজারের বেশি। তার সাবেক নির্বাচনী এলাকায় গাজীপুর কাপাসিয়ায় এ নিয়ে আলোচনা চলছে। তরুণদের মাঝে এই স্ট্যাটাস বেশ সাড়া ফেলেছে।
প্রসঙ্গত, তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ ২০০৮ সালের জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। দায়িত্ব গ্রহণের কিছু দিন পর হঠাৎ করে মন্ত্রী ও এমপি পদ থেকে পদত্যাগ করে বিদেশ পাড়ি জমান। তার পদত্যাগের বিষয়ে নানা গুঞ্জন থাকলেও মুখ ফুটে কিছুই বলেন নি সোহেল তাজ।
/ এআর /