ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

আপনাকেও ব্যান করতে পারে ট্যুইটার!

প্রকাশিত : ১১:৪২ এএম, ২ জুন ২০১৮ শনিবার

এখন আপনাকেও করা হতে পারে ব্যান৷ যদি আপনার বয়স হয় ১৩ এর কম৷ এমনই একটি নির্দেশ দিলেন ট্যুইটার কর্তৃপক্ষ৷ তবে নিয়মটির জন্য ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা৷ সন্দেহের তালিকায় নাম উঠে এসেছে সাংবাদিকসহ একাধিক যুবক-যুবতীর৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাকাউন্ট হোল্ডারকারীকে কমপক্ষে ১৩ বছর বয়সী হতে হবে৷

রিপোর্ট বলছে, অনেক ক্ষেত্রে ইউজার অ্যাকাউন্ট সাইন-আপ করার সময় সঠিক জন্মতারিখ দিচ্ছেন না৷ পরে নিজের ইচ্ছেমত সেটি পূরণ করে নিচ্ছেন৷ ট্যুইটার বৈধভাবে ১৩ বছরের কম বয়সী ইউজারদের অ্যাকাউন্ট খোলার সম্মতি দেবে না৷ অন্যদিকে সংস্থা এই ব্যাপারে আলাদাভাবে কোনও তথ্য সংরক্ষিত রাখতে অক্ষম৷

তাই সাইন-আপের সময় যে সমস্ত ইউজারের বয়স ১৩ এর কম দেখা যাচ্ছে তাদের ব্যান করা হচ্ছে৷ যাদের বয়স ১৩ এর বেশি৷ কিন্তু তারা ব্যানের শিকার হয়েছেন৷ তারা পুনরায় নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//