ঈদে আসছেন দুই খান
প্রকাশিত : ০২:০৩ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার

এবারও ঈদে একসঙ্গে আসছেন সালমান খান ও শাহরুখ খান। যদিও ভাইজানের নতুন সিনেমা ‘রেস-থ্রি’ মুক্তি পাচ্ছে ১৫ জুন। তবে ঈদে খুশির খবর আছে শাহরুখভক্তদের জন্যও। পুরো সিনেমা মুক্তি না পেলেও, এই সময়ে শাহরুখ খানের সিনেমা ‘জিরো’র টিজার আসছে। আর টিজারে রয়েছে বিশেষ চমক।
‘জিরো’ সিনেমার টিজারে দেখা যাবে সালমান খান ও শাহরুখ খানকে। ফলে এ বছর ঈদে আবারও একবার ডাবল ধামাকা থাকছে দুই খানভক্তদের জন্য। গত বছর ঈদেও সালমান ও শাহরুখ খানকে একসঙ্গে দেখা গেছে। সেই সময়ে মুক্তি পেয়েছিল ‘টিউবলাইট’। এ সিনেমায় দেখা গিয়েছিল দুই তারকাকে। তাও একটি বিশেষ দৃশ্যে।
তবে ‘জিরো’ সিনেমাতে সালমান খান কোন ভূমিকায় অভিনয় করেছেন তা এখনও বলা হয়নি। বছরের শেষে মুক্তি পেতে পারে এই সিনেমা। তবে সালমানকে এই সিনেমাতে ক্যামিওর চরিত্রেই দেখা যাবে বলে জানা গেছে।
অন্যদিকে সালমান খানের ‘রেস-থ্রি’তে রয়েছেন জ্যাকুলিন, ববি দেওল, অনিল কাপুরের মতো স্টাররা।
শাহরুখ খানের ‘জিরো’ সিনেমাতে অভিনয় করছেন আনুশকা ও ক্যাটরিনা। আনন্দ এলো রাইয়ের সিনেমার টিজারে থাকছে আরও বেশ কিছু চমক।
এসএ/