ইতালিয়ান কোস্টগার্ডরা উদ্ধার করেছে সাড়ে ৪ হাজার অভিবাসন প্রত্যাশীকে
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৪ জুন ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:০০ পিএম, ২৪ জুন ২০১৬ শুক্রবার
ভূমধ্যসাগর থেকে একদিনে সাড়ে ৪ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড।
স্থানীয় সময় বৃহস্পতিবার লিবিয়া উপকূলবর্তী বিভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডদের মুখপাত্র জানান, মোট ৪০টি অভিযানে এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে জানিয়ে এ’ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জটিলতা থাকায় অভিবাসন প্রত্যাশীরা এখন ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগরের রুটকেই বেশি ব্যবহার করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ি, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে অন্তত ১০ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।