সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তীব্র ভাঙ্গন (ভিডিও)
প্রকাশিত : ১১:৩৩ এএম, ৪ জুন ২০১৮ সোমবার | আপডেট: ১২:০৪ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার
সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইল সদরের কয়েক গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। গেল দু’সপ্তাহে ২টি স্কুলসহ বিলীন হয়েছে দেড় শতাধিক ঘরবাড়ি। হুমকির মুখে পড়েছে আরো কয়েক হাজার বসতভিটে, আবাদী জমিসহ অন্যান্য স্থাপনা। ক্ষতির আশংকা দেখা দিয়েছে চৌহালী সংরক্ষণ বাঁধে।
যমুনার ভাঙ্গনে বিলীন জনপদ। সিরাজ গঞ্জের চৌহালীর মিস্ত্রীগাঁতী, স্থলচর ও বোয়ালকান্দি এবং টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়া, বারোবাড়িয়া, চালাপাকলা গ্রামের প্রায় সাড়ে ৪ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। গেল দু’সপ্তাহে নদী গর্ভে মিলিয়ে গেছে স্কুলসহ দেড় শতাধিক ঘরবাড়ি।
এ অবস্থায় বালুর বস্তা দিয়ে ভাঙ্গন রোধে পাউবোর প্রস্তাবিত ১৮ কোটি টাকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে স্থানীয়রা।
প্রকল্পের বাস্তবায়ন নিয়ে হতাশ স্থানীয় জনপ্রতিনিধি। তবে অর্থ ছাড়ের অপেক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে যমুনার পুর্ব পাড়ে নির্মিত ৭ কিলোমিটার বাঁধে ভাঙ্গন শুরু হওয়ায় হুমকীর মুখে পড়েছে মূল বাধটি।
গেল ১০ বছরে যমুনার পুর্বপাড় বোয়ালকান্দি থেকে পাথরাইল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে অব্যাহত ভাঙ্গনে বিলীন হয় উপজেলা পরিষদসহ ৪০ শতাংশ এলাকা।