ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জি-৭ সম্মেলনে যোগ দিচ্ছেন না মেলানিয়া

প্রকাশিত : ০১:০০ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার

কানাডার কিবেকে অনুষ্ঠেয় জি-৭ (গ্রুপ অব সেভেন) সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুধু তাই নয়, আগামী ১২ জুন সিঙ্গপুরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় বৈঠকেও তিনি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। 

গত বছর ইতালিত অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নিয়েছিলেন ট্রাম্প। গত ১০ মে থেকে লোকচক্ষুর আড়ালে চলে যান মেলানিয়া। গত ১৪ মে কিডনিতে একটি অস্ত্রোপচার করান মেলানিয়া ট্রাম্প। এরপর ১৯ মে হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফেরেন তিনি।

মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিসম্যান বলেন, ‘কানাডার কিবেকে অনুষ্ঠেয় জি-৭ (গ্রুপ অব সেভেন) সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া ট্রাম্প ও কিমের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকেও তিনি উপস্থিত থাকছেন না।’

হঠাৎ করে মেলানিয়ার লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার ঘটনায় মার্কিন গণমাধ্যমে মেলানিয়ার স্বাস্থ্য ও ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর মেলানিয়া টুইট করেন। জবাবে তিনি বলেন, ‘আমি সুস্থ আছি এবং পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে আছি।’

সূত্র: সিএনএন
এমজে/