ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

বন্ধ হচ্ছে ফেসবুকের ট্রেন্ডিং খবরের বিভাগ!

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার

বন্ধ হচ্ছে ফেসবুক ট্রেন্ডিং খবরের বিভাগ। একের পর এক অভিযোগ আর সমস্যার চাপে ফেসবুক এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে অনেকে ধারণা করছেন। অভিযোগ ওঠে, ফেসবুক ক্রমশ তার নিরপেক্ষতা হারাচ্ছে। উদারনৈতিক চিন্তাধারাকে অতিরিক্ত প্রাধান্য দিচ্ছে।

টুইটার থেকে ইউজার নিজেদের দিকে টানতে ২০১৪-এ এই ট্রেন্ডিং সেকশন চালু করে ফেসবুক। সেখানে খবরের আপডেট ও হেডলাইন দেওয়া হত। ট্রেন্ডিং বিভাগটি নিয়ে ফেসবুকের সমস্যা শুরু হয় ২০১৬ থেকে। তখন থেকেই শুরু হয় এর বিরুদ্ধে অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে সংস্থায় বড়সড় রদবদল ঘটায় ফেসবুক। সংস্থা তার ট্রেন্ডিং টপিক বিভাগের এডিটরদের সেখান থেকে সরিয়ে সফটওয়্যার বিভাগের দায়িত্বে নিযুক্ত করে। যেসব টপিক নিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর করেছে, একমাত্র সেগুলিকেই ট্রেন্ডিং বিভাগে দেখানো শুরু হয়। যদি কোনও খবর একটি মাত্র সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি ফেসবুকের কাছে ‘ভুয়া খবর’ বলে বিবেচিত হত। কিন্তু এর পরও সমস্যার সমাধান হয়নি। তাই একের পর এক অভিযোগ আর সমস্যার চাপে ট্রেন্ডিং খবরের বিভাগ বন্ধ করতে চলেছে ফেসবুক, এমনটাই মনে করছেন অনেকে।

যদিও সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিভাগটি পুরনো হয়ে গিয়েছে। তাছাড়া, চার বছর ধরে চলা এই বিভাগটির জনপ্রিয়তা ক্রমশ কমছে। তাই এই বিভাগটি বন্ধ করে দিতে চায় ফেসবুক। তবে এর পরিবর্তে নতুন তিন তিনটি বিভাগ চালু করতে চলেছে ফেসবুক। ১) ব্রেকিং নিউজ, ২) টুডে ইন এবং ৩) নিউজ ভিডিও ইন ওয়াচ। তবে এই তৃতীয় বিভাগটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এই বিভাগে কোনও বড় ঘটনার সরাসরি সম্প্রচারিত হবে।

ব্রেকিং নিউজ নিয়ে আপাতত পরীক্ষামূলক ভাবে চালাবে ফেসবুক। এর জন্য উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ভারত ও অস্ট্রেলিয়ার ৮০টি পাবলিশারের সঙ্গে কথা বলেছে সংস্থা। টুডে ইন বিভাগে স্থানীয় সংবাদমাধ্যমগুলি থেকে সেদিনের গুরুত্বপূর্ণ খবর ও সেগুলির আপডেট পাওয়া যাবে। আপাতত নতুন তিনটি বিভাগ নিয়েই পরীক্ষামূলক ভাবে কাজ চালাচ্ছে ফেসবুক।

সূত্র : জিনিউজ।

আরকে//