আগাম টিকেটে গুনতে হচ্ছে ১শ থেকে ১শ ৫০ টাকা বেশি করে
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৫ জুন ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৫৪ পিএম, ২৫ জুন ২০১৬ শনিবার
ঈদে বাড়ি যেতে বাসের আগাম টিকেটে ঘাটতি না থাকলেও, গুনতে হচ্ছে একশ থেকে দেড়শ টাকা বেশি করে। বাস মালিকরা বলছেন, লোকসান পুষিয়ে নিতেই এই বাড়তি ভাড়া। এতে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি চেয়েছেন তারা।
ঈদকে ঘিরে তেমন একটা ভিড়-বাট্টা নেই গাবতলী বাস টার্মিনালে। যে ক’জন আসছেন, তারাও চলতি সময়ের টিকেটের খোঁজে। সে কারণেই পুরা টার্মিনালের কাউন্টারজুড়ে বাস টিকেট বিক্রেতাদের এতো হাক ডাক।
দু’ এক দিন বাদে ঈদ উপলক্ষে বাকি সব দিনের টিকেটই মিলছে ঝুটঝামেলা ছাড়া। যদিও যাত্রীদের অভিযোগ, বাড়তি টাকা গুনতে হচ্ছে। এমনকি চলতি সময়ের টিকেটেও একই হয়রানি।
এসব অভিযোগে ভ্রক্ষেপ নেই বাস মালিকদের। কখনো পুরো অস্বীকার করছেন অভিযোগগুলো; কখনো দেখাচ্ছেন ব্যবসায়িক ছুঁতো।
এদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রেনের আগাম টিকেট বিক্রি শনিবার বন্ধ থাকলেও রোববার আবারো শুরু হবে।