ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

স্ত্রী হত্যাকাণ্ডে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৫ জুন ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৫ জুন ২০১৬ শনিবার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করেন তিনি। এদিকে, এ ঘটনায় বিব্রত নিহত মিতুর পরিবার। গতরাতে রাজধানীর খিলগাঁও এলাকায় শ্বশুড়ের বাসা থেকে পুলিশের হেফাজতে নেয়া হয় এসপি বাবুল আখতারকে। গেলো ৫ জুন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। পরে এ ঘটনায় গ্রেপ্তার করা হয় স্থানীয় শিবির ক্যাডারসহ কয়েকজনকে। ঘটনার পর ওই এলাকার সিসি টিভির ফুটেজ থেকে পুলিশ পায় গুরুত্বপূর্ণ তথ্য। চলতে থাকে তদন্ত। এমন অবস্থার মধ্যেই শুক্রবার রাতে খিলগাঁও এলাকায় শ্বশুড়ের বাসা থেকে পুলিশের হেফাজতে নেয়া হয় এসপি বাবুল আক্তারকে। এনিয়ে শনিবার ঢাকা ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে এ ঘটনায় বিব্রত বলে জানিয়েছেন মিতু ও বাবুলের পরিবার।