ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ১৯ ১৪৩১

১০ কিলোমিটার উপর দিয়ে উড়ছে লাভা

প্রকাশিত : ১১:২২ এএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

গুয়াতেমালায় ফিউগো আগ্নেয়গিরি থেকে ১০ হাজার মিটার উপর দিয়ে লাভা নির্গত হচ্ছে। দেশটির ১০০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা বলে জানিয়েছেন আগ্নেয়তাত্ত্বিকরা।

গত রোববার দেশটির পাহাড়ি এলাকায় অবস্থিত ফিউগো আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হতে থাকে। ক্রমান্বয়ে লাভা নির্গতের হার আরও বাড়ছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের কর্মীরা। লাভায় ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘর-বাড়িতে আটকা পড়ে ও লাভার কবলে পড়ে অন্তত ৬২ জন নিহত হয়েছেন।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আকাশ থেকে বৃষ্টির মতো পাথর এসে নিচে পড়ছে। অনেকেই এটাকে পাথরবৃষ্টি হিসেবে আখ্যা দিয়েছেন। উদ্ধারকারী দলের একজন জানিয়েছে, পাথরবৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম প্রলম্বিত হচ্ছে।

সূত্র: বিবিসি
এমজে/