ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপ

মহাকাশ ঘুরে এসেছে ফুটবল

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

বিশ্বকাপ ফুটবলের দামামা পৃথিবী পেরিয়ে মহাকাশে গিয়ে পৌঁছেছে। শুধু তাই নয়, মহাকাশ থেকে ইতোমধ্যে রাশিয়া বিশ্বকাপের বল ফিরে এসেছে। গত রোববার রাশিয়ার মহাকাশচারী অ্যান্তন সাখাপ্লেরভ মহাকাশ থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল নিয়ে ফিরে এসেছেন। এই বলটি দিয়েই আগামী ১৪ জুন মাঠে গড়াবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

রাশিয়ার মহাকাশ সংস্থা `রসকসমস` জানিয়েছে, সাখাপ্লেরভ, যুক্তরাষ্ট্রের স্কট টিঙ্গল ও জাপানের নরিশিগ কানাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বিচ্ছিন্ন হয়ে অবতরণ শুরু করেন গত রোববার। তিন ঘণ্টা পর কাজাখস্তান সময় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে তারা মহাকাশযান সয়ুজ এমএস-৮-এ চড়ে জেজকাগানের কাছাকাছি এলাকায় অবতরণ করেন। তারা মহাকাশে ছিলেন ১৬৮ দিন।

এর আগে গত বৃহস্পতিবার রসকসমস সাখাপ্লেরভ ও তার সহযোগী ওলেগ আর্টেম্যাভের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, তারা দু`জন টেলস্টার-১৮ বল নিয়ে আইএসএসে অনুশীলন করছিলেন। মহাকাশ স্টেশনের অনুশীলনটি করা হয়েছিল জাপানিজ কিবো মডিউলের শূন্য গ্রাভিটি অবস্থায়। তারা যখন গোল করার জন্য বাঁকা হয়ে বলে শট নিচ্ছিলেন, তখন বর্গাকারভাবে ব্যবহূত হয়েছিল ইউএস হারমনি মডিউল গ্রাভিটি ব্যবস্থা। গত ২৪ মার্চ বলটি মহাকাশযান সয়ুজ এমএস-৮-এ নিয়ে এসেছিলেন আর্টেম্যাভ।

টেলস্টার-১৮ রাশিয়ার মস্কোতে গত নভেম্বরে প্রথমবারের মতো উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে লিওনেল মেসি, জিনেদিন জিদান, কাকা ও জাভি আলোনসোর মতো তারকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে। ১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

এমজে