ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ব্রাজিলের তারকা ফুটবলার

পেলে থেকে নেইমার: কার কতো গোল

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার

ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা নেইমার। ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে ব্রাজিলের হয়ে নেইমারের গোল সংখ্যা ৫৪। আর এক গোল করলেই ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি রোমারিওকে। আছে তিনটি বিশ্বকাপজয়ী পেলেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও। কিন্তু নেইমার রেকর্ড নিয়ে ভাবেন না। ভাবেন না নিজের আদর্শ পেলে, রোনালদো, রোমারিওকে ছাড়িয়ে যাওয়া নিয়েও।

চলুন জেনে নেওয়া যাক নেইমার যাদের আদর্শ মনে করেন, তাদের কার কতো গোল-

নেইমারের সামনে আছেন ব্রাজিলিয়ান তিন কিংবদন্তি রোনাল্ডো, রোমারিও ও পেলে। ৭০ ম্যাচে রোমারিও গোল দিয়েছেন ৫৫টি। আর ৯৮ ম্যাচে রোনাল্ডোর গোল সংখ্যা ৬২। সবার উপরে থাকা পেলে, ৯২ ম্যাচে দিয়েছেন ৭৭ গোল। আরেক কিংবদন্তি জিকো। ৭১ ম্যাচে ৪৮ গোল করেছেন তিনি।

তাই ক্যারিয়ার শেষে তিন কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন বলে ধারণা করছেন ফুটবল বোদ্ধারা। রোমারিও ও রোনাল্ডোকে ছাড়ানো তো সময়ের ব্যাপার মাত্র। তবে এ সব রেকর্ড ভাবনা মাথায় নেই নেইমারের। তিনি বলেন, আমার কাছে এটা স্রেফ নম্বর মনে হয়।

তাহলে খেলোয়াড় নেইমারের লক্ষ্য কি? উত্তর সহজ। দলের জয়ে অবদান রাখতে পারলেই দারুণ খুশী পিএসজি সুপারস্টার।

একে//