টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৩২ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। আর দলে ফিরেছেন সৌম্য সরকার। একাদশে নতুন করে সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি। বাদ পড়েছেন আগের ম্যাচে বাজে বোলিং করা দুই পেসার আবুল হাসান ও আবু জায়েদ। আফগানিস্তান দলে কোনো পরিবর্তন নেই।
সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার সাকিবদের তাই সিরিজ বাঁচানোর লড়াই। অন্যদিকে আফগানিস্তান এই ম্যাচ জিতলে সিরিজ নিজেদের করে নেবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, রুবেল হোসেন, নাজমুল ইসলাম।
এসএইচ/