কেনিয়ার ক্রিকেটার স্টিভ টিকোলোর জন্মদিন আজ
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৫ জুন ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৩২ পিএম, ২৫ জুন ২০১৬ শনিবার
স্টিভ টিকোলো কেনিয়ার সাবেক ক্রিকেটার। বর্তমানে উগান্ডা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বপালন করছেন তিনি। ১৯৭১ সালে আজকের এই দিনে কেনিয়ার নাইরোবি শহরে জন্মগ্রহন করেন তিনি।
পুরো নাম স্টিফেন ওগোনাজি টিকোলো। তবে, সবার কাছে স্টিভ টিকোলো নামেই বেশি পরিচিত এই ক্রিকেট অলরাউন্ডার। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করতেন তিনি। তাঁর বড় ডেভিড টিকোলো ছিলেন কেনিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আর পরিবারের হাত ধরেই ক্রিকেট খেলা শুরু হয় স্টিভ টিকোলোর।
১৯৯৬ সালে প্রথম ওয়ানডে ক্যারিয়ারে অভিষেক হয় ভারতের বিপক্ষে। ওয়ানডে ক্যারিয়ারে ১৩৫টি ম্যাচ খেলে করেছেন ৩৪২৮ রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি সেঞ্চুরি সহ ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন স্টিভ। আর বল হাতে উইকেট পেয়েছেন ৯৪টি।
২০০২ সালে কেনিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্বপান তিনি। আর তাঁর অধীনেই ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠে কেনিয়া। ২০০৪ সালে অধিনায়কের দায়িত্ব থেকে অবসর নেন স্টিভ।
স্টিভ টিকোলো জাতীয় দলে আসার আগে খেলেছেন ঘরোয়া পর্যায়ে। ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খেলেন বোর্ডার দলে। ২০০২ সালে উগান্ডা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তামিল দিয়েছেন। আর ২০০৩ সালে কাজ করেছেন কেনিয়া অনুর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে। ২০১৬ সাল থেকে উগান্ডা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন স্টিভ টিকোলো।