আফগানদের ১৩৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
প্রকাশিত : ১০:২৩ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার
আফগানদের জয়ের জন্য বাংলাদেশ ১৩৫ রানের লক্ষ্য দিলো। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নেয়। তবে তামিম ইকবাল ও আবু হায়দার ছাড়া তেমন কেউ আফগানদের সামনে দাড়াতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় ১৩৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৪ রান।
এক সময়ে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ৯৩। সেখান থেকে দেড়শ ছাড়ানো সংগ্রহে ছিল সাকিব আল হাসানদের নজর। রশিদ খানের স্পিনে দ্রুত ৪ উইকেট হারানো দলটি ১০৮ রানে হারিয়ে ফেলে ৮ উইকেট। তখন ১২০ রানও বেশ দূরের পথ। সেটা পারি দিয়ে আরও খানিকটা বাংলাদেশ এগোতে পারলো আবু হায়দারের ব্যাটে।
১৪ বলে দুটি ছক্কা ও একটি চারে ২১ রানে অপরাজিত থাকেন আবু হায়দার।
১২ রানে ৪ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার রশিদ। মোহাম্মদ নবি ১৯ রানে নেন ২ উইকেট। কোনো উইকেট না পেলেও মাত্র ১৫ রান দেন মুজিব উর রেহমান।
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৪/৮ (লিটন ১, তামিম ৪৩, সাব্বির ১৩, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ১৪, সাকিব ৩, সৌম্য ৩, মোসাদ্দেক ০, আবু হায়দার ২১*, নাজমুল ৬*; মুজিব ০/১৫, শাপুর ১/৪২, নবি ২/১৯, জানাত ১/৪০, রশিদ ৪/১২)
এসএইচ/