ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

পুনরায় গণভোট দাবির আবেদন

প্রকাশিত : ০৯:৩২ এএম, ২৬ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৩২ এএম, ২৬ জুন ২০১৬ রবিবার

ব্রেক্সিটের প্রতিবাদে একাট্টা হচ্ছে ব্রিটিশরা। পুনরায় গণভোট দাবির আবেদনে সই করেছে প্রায় ২৫ লাখ ব্রিটিশ। এর ফলে বিষয়টি নিয়ে পার্লামেন্টে নতুন করে বিতর্ক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিরোধী লেবার নেতা জেরেমি করবিনের সঙ্গে ব্রেক্সিট ইস্যুতে সৃষ্ট দ্বন্দ্বের জেরে পদচ্যুত করা হয়েছে ছায়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে। এ অবস্থায় দলভাঙ্গারও আশংকা তৈরি হয়েছে। এদিকে গতকালই যুক্তরাজ্যকে দ্রুত ইউরোপিয় ইউনিয়ন ত্যাগের তাগিদ দিয়েছিলো জোটের নেতারা। তবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল। বিবৃতিতে তিনি জানিয়েছেন, আলোচনার টেবিলে সুস্থ পরিবেশেই সব সমস্যার সমাধান করা উচিত। এছাড়া যুক্তরাজ্য সবসময় জার্মানির শক্তিশালী সহযোগী হিসেবে থাকবে বলেই জানিয়েছেন মের্কেল।