ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

সংখ্যালঘু পরিবারকে ভিটা ছাড়ার হুমকির অভিযোগ (ভিডিও)

প্রকাশিত : ১১:২১ এএম, ৬ জুন ২০১৮ বুধবার

সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি সংখ্যালঘু পরিবারকে ভিটা ছাড়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

তাদের দাবি- বুদ্ধিপ্রতিবন্ধী এক ছেলের বিরুদ্ধে ধর্ষণ-চেষ্টার অজুহাতে, প্রভাবশালী মহলটি হাতিয়ে নিয়েছে দেড় লাখ টাকা।  মামলা করতে ভয় পাচ্ছে পরিবারটি।

খুকনী যুগিবাড়ি গ্রামের তাঁত শ্রমিক শ্রী শুকুমার চাকী। তার বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান নিতাই চাকী। পবিবারটি বলছে- ৩০ মে নিতাইকে কুকুর ধাওয়া দেয়। পালানোর সময় মনি হোসেনের স্কুল পড়–য়া শিশুকন্যার সঙ্গে তার ধাক্কা লাগে। এ ঘটনায় মেয়েটির স্বজনরা নিতাইকে মারধর করে।

শুকুমার চাকীর দাবি- মেয়েটির চাচা সোনালী হোসেন, স্থানীয় মাতব্বর হাসেম আলী, হিরা খাঁ, মোখলেছুর রহমান মোকবেল মিলে তাকে একটি বাড়িতে আটকে রাখেন। তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বসানো হয় সালিশ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন এই মাতব্বর।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম।