শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২৬ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৩৯ এএম, ২৬ জুন ২০১৬ রবিবার
শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের এই দিনে ৬৫ বছর বয়সে ক্যন্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
জাহানারা ইমাম ১৯২৯ সালের ৩রা মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। শিক্ষক হিসেবে ময়মনসিংহে কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালে তাঁর বড় ছেলে শফি ইমাম রুমী মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হন। বিজয় লাভের পর রুমীর বন্ধুরা তাঁকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন৷ ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃত্ব দেন জাহানারা ইমাম। তিনি একাধারে ছিলেন কথাসাহিত্যিক, শিক্ষাবিদ। তার নেতৃত্বেই শুরু হয় একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলন।