বিশ্বকাপে যেসব কীর্তি আজও কেউ ভাঙতে পারেনি
প্রকাশিত : ০১:০৬ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার
রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। আগামী ১৪ জুন থেকে বসবে ফুটবলের বিশ্ব আসর। এখন ফুটবল প্রেমীদের মনে নানা কৌতূহল। সময় যতো ঘনিয়ে আসছে, দর্শকদের উম্মাদনাও তত বড়ছে। আজ নজর দিবো বিশ্বকাপের অতীতের দিকে।
১৯৮২ বিশ্বকাপ। এল সালভাদরের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটের মধ্যেই ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। তারপরও কী বুঝে যেন পরের মিনিটে আন্দ্রাস তোরোসিককে তুলে লাসলো কিসকে মাঠে নামিয়েছিলেন হাঙ্গেরি কোচ কালমান মেসোলি। বাকি সময়ে এক গোল হজমের বিপরীতে তারা করে আরও ৫ গোল। সব মিলিয়ে হাঙ্গেরির জয়ের স্কোরলাইন ১০-১। বিশ্বকাপ চূড়ান্ত পর্বের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।
তবে গ্রুপ পর্বের সেই ম্যাচে লাসলো কিসও দুটি রেকর্ড গড়েছিলেন। আজও তা কেউ ভাঙতে পারেনি। ম্যাচের ৬৯তম মিনিটে নিজের প্রথম গোলটি করেছিলেন হাঙ্গেরির এই স্ট্রাইকার। বাকি ৪৫৮ সেকেন্ডের ব্যবধানে তিনি তুলে নেন আরও দুই গোল। অর্থাৎ হ্যাটট্রিক করেছিলেন কিস। বিশ্বকাপের ইতিহাসে বদলি হিসেবে মাঠে নেমে আজ পর্যন্ত এটাই প্রথম ও শেষ হ্যাটট্রিক।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্কটল্যান্ড এ পর্যন্ত মোট ৮ বার খেলেছে। কিন্তু একবারও তারা গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার চূড়ান্ত পর্বে উঠেও প্রথম রাউন্ড পারি দিতে না পারা দলটা এই স্কটল্যান্ডই। শুধু তা–ই নয়, প্রথম রাউন্ড থেকে সর্বোচ্চ সংখ্যকবার (৮) ছিটকে পড়া দলটাও স্কটল্যান্ড।
১৯৫৪ বিশ্বকাপ। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা দল জার্মানি। ২৫ গোল করে শিরোপা জিতে নিয়েছিল তারা।
২০১০ বিশ্বকাপ। শিরোপা জয়ের পথে স্পেন গোল করেছিল মাত্র ৮টি। আর এটাই বিশ্বকাপে সবচেয়ে কম গোল করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড।
একে//