ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

অস্ট্রেলীয় ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন সাউদারল্যান্ড

প্রকাশিত : ০১:৪১ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাহী প্রধান জেমস সাউদারল্যান্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ১৭ বছর ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করছেন তিনি।

পদত্যাগের ঘোষণায় সাউদারল্যান্ড বলেন, ‘আমার পদত্যাগের এটাই শ্রেষ্ঠ সময়। যে পদটি গত ১৭টি বছর ধরে ধরে রেখেছি সেটা থেকে এবার অবসর চাই।’

তবে তার সরে দাঁড়ানোর ঘটনায় অনেকেই উস্মা প্রকাশ করেছেন। সমালোচকদের অনেকেই বলছেন, বল টেম্পারিং কাণ্ডে যখন গোটা ক্রিকেট অস্ট্রেলিয়া সমালোচনার শরে বিদ্ধ, তখনই পদত্যাগের ঘোষণা দিয়েছন সাউদারল্যান্ড। সাউদারল্যানন্ড বলেন, আমি অনেক দিন ধরেই অবসরের বিষয়ে ভাবছি। গত ১২ মাস ধরে আমরা দারুণসব সিরিজ উপহার দিয়েছি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পরবর্তী নির্বাহী প্রধান নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন। এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের নারী ও পুরুষ দলের কৌশলপত্র প্রণয়নে কাজ করবেন সাউদারল্যান্ড।

উল্লেখ্য, গত বছরের শুরু থেকেই দেশটির ক্রিকেটাঙ্গন বিতর্কের মধ্য দিয়ে গেছে। এ সময় বেতন বৈষম্য নিয়ে দেশটির ক্রিকেটাররা বিদ্রোহ ঘোষণা করেন। এদিকে সাউদারল্যান্ডের বিপক্ষেও বল টেম্পারিং কাণ্ডের জেরে দেওয়া বক্তব্যের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/