সব বয়সী নারীর পছন্দের পোশাক শাড়ি
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৬ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৫৬ এএম, ২৬ জুন ২০১৬ রবিবার
বাঙ্গালির উৎসবের সাথে শাড়ির সম্পর্ক আদিকালের। যত আধুনিক ট্রেন্ডই আসুক না কেন, উৎসবে শাড়ির রয়েছে আলাদা কদর। সব বয়সী নারীর পছন্দের পোশাক শাড়ি।
উৎসবের দিনে ভিন্ন আঙ্গিকে সাজতে চায় সবাই। তাই অনেকেই বেছে নেন শাড়ী।
উৎসবের কথা মাথায় রেখে তৈরি করা হয় বিভিন্ন ধরনের শাড়ি। তবে, এখনকার তরুণীদের পছন্দের তালিকায় রুচিশীল ডিজাইনের শাড়ী।
উৎসবে তাঁতের শাড়ি থেকে শুরু করে জামদানি, কাতান, মসলিন, তসর, সিল্ক শাড়ি রয়েছে নারীদের পছন্দের তালিকায়।
শাড়ির কাজের মধ্যেও রয়েছে নতুনত্ব। যেহেতু ঈদের মধ্যে গরম থাকবে, তাই সুতি শাড়ির কদর বেড়েছে।
উৎসবের সাথে মানিয়ে বাজারে এসেছে সিল্ক শাড়ি। তবে, মসলিন শাড়ির উপরে এমব্রয়ডারির কাজ ও তাতালের কাজ মন কাড়ছে তরুণীদের।
এবার ঈদে হালকা তসরের শাড়িতে নকশা হিসেবে উঠে এসেছে লতাপাতা, ফুল আর বিভিন্ন ধরনের আল্পনা।