ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ট্রেনের টিকিট বিক্রির শেষ দিনে উপচেপড়া ভীড় [ভিডিও] 

প্রকাশিত : ১০:৪৭ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার

ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভীড় ছিল চট্টগ্রাম রেল স্টেশনে।

ভোর থেকেই কাউন্টারের সামনে তৈরি হয় দীর্ঘ লাইন। অনেকেই টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ টিকিট কালোবাজারীসহ নানা অনিয়মের অভিযোগ করেন।

ঈদে মহাসড়কে যানজটের কারণে ঘরমুখো মানুষ বাসের পরিবর্তে ট্রেন যাতায়াতকে অগ্রাধিকার দেন।  

এজন্য টিকিট বিক্রির শেষ দিকে এসে প্রতিবারই কাউন্টারগুলোতে থাকে উপচে পড়া ভীড়। বুধবার ট্রেনের টিকিট বিক্রির শেষ দিনে যাত্রীরা লাইনে দাঁড়ান শেষ রাত থেকে। শেষ দিন দেয়া হয় ১৫ জুনের টিকিট।

তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্খিত টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। আবার অনেকে কালোবাজারিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে স্টেশন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলছেন, টিকিট বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কঠোর নজরদারি রাখা হয়েছে।

চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ১২টি ট্রেনের ৯ হাজার ৫২৫টি টিকিটের মধ্যে কাউন্টারে দেয়া হয়েছে ৬ হাজার ৬৩৬টি। বাকিগুলো অনলাইনে এবং কোটায় দেয়া হয়েছে।

ভিডিও:  

এসি