ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ফ্রান্সের ফুটবলার সামির নাসরিরের জন্মদিন আজ

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২৬ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০২:৫২ পিএম, ২৬ জুন ২০১৬ রবিবার

সামির নাসরি ফ্রান্সের পেশাদার ফুটবলার। বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ১৯৮৭ সালে আজকের এই দিনে ফ্রান্সের মার্সেই শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক ও সহকর্মীদের কাছে সামির নাসরি নামেই বেশি পরিচিত এই দক্ষ ফুটবলার। খুব কম সময়ে ফুটবলে নিজের নৈপুর্ণ্য দেখিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। তাঁর কৌশল ও দক্ষতার কারণে ফ্রান্সের লেজেন্ড জিদানের সাথে তুলনা করা হয়। নাসির যুব ক্যারিয়ারে ফুটবল খেলা শুরু করেন মার্সেই ক্লাবের জার্সিতে। ১৯৯৭ থেকে ২০০৪ সালে পর্যন্ত যুব ক্যারিয়ারে খেলেন মার্সেই ক্লাবে। এই ক্লাবে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়সভিত্তিক দলে। ২০০৮ সাল পর্যন্ত এই ক্লাবে ম্যাচ খেলেন ১২১টি। এরপর তিন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন আর্সেনালে। আর্সেনালের জার্সিতে খেলেন ২০১১ সাল পর্যন্ত। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাবে থেকে। ২০১১ সালে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। এপর্যন্ত ম্যানসিটির হয়ে খেলেন ১২৩টি ম্যাচ। এ্ধসঢ়;খনো এই ক্লাবের হয়েই মাঠ মাতাচ্ছেন তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ান এই খ্যাতিমান ফুটবলার। খেলেন ফ্রান্স অনুর্ধ্ব- ১৬, ১৭, ১৮, ১৯ ও ২১ দলে। আর ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন ফ্রান্সের জাতীয় দলে।