ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিদেশি ম্যানেজার দিয়ে বিশ্বকাপ জেতা যায় কি-না

প্রকাশিত : ১০:১৯ এএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার

ফুটবলের বিশ্ব আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ১৪ জুন থেকে বসবে ফুটবলের বিশ্ব আসর। এখন ফুটবল প্রেমীদের মনে নানা কৌতূহল। সময় যতো ঘনিয়ে আসছে, দর্শকদের উম্মাদনাও তত বাড়ছে। চলুন এবার জেনে নেওয়া যাক বিদেশি ম্যানেজার দিয়ে বিশ্বকাপ জেতা যায় কি-না-

গত ২০টি বিশ্বকাপে যে দলই চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ম্যানেজারও ছিলেন সেই দেশেরই। এখন প্রশ্ন আসতে পারে জাতীয় দলের ম্যানেজার বিদেশি হলে কি তাহলে বিশ্বকাপ জেতা অসম্ভব? সে প্রশ্নের উত্তর পেতে হলে আর কিছু দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক, এবার তা কেউ ভুল প্রমাণ করতে পারে কি-না।

এছাড় এ পর্যন্ত ২০টি বিশ্বকাপের সবগুলোই জিতেছে কোনও না কোনও ইউরোপের দেশ (১১ বার) বা দক্ষিণ আমেরিকান দেশ (৯ বার)। প্রসঙ্গত, ব্রাজিল হচ্ছে একমাত্র দেশ যারা বিশ্বকাপের প্রতিটি চূড়ান্ত পর্বে খেলেছে।

বিশ্বকাপের স্বাগতিক দেশ হয়েও কোনও দল দ্বিতীয় পর্বে উঠতে পারেনি, এমন হয়েছে মাত্র একবার। আর সেটি হলো ২০১০-এর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত, প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রে স্বাগতিক দেশই বিশ্বকাপ জিতেছে।

একে//