ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলন, ন্যায্যমূল্য বঞ্চিত চাষীরা (ভিডিও)

প্রকাশিত : ১০:৩৪ এএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫৬ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার

রংপুরের জনপ্রিয় হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না। আম চাষীদের অভিযোগ সংরক্ষনের ব্যবস্থা না থাকায় লাভ চলে যায় মধ্যস্বত্বভোগিদের কাছে। এদিকে, বেনাপোলে প্রশাসনের বেধে দেয়া সময়ের আগেই আম পেকে গেলেও বাজারজাত করতে না পেরে লোকসানে চাষীরা।

১০ বছর আগে হাড়িভাঙ্গা আম উৎপাদন শুরু হয় রংপুরের বদরগঞ্জের পদাগঞ্জে।  পরে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে আমের বাগান গড়ে উঠে। এ আম আঁশ মুক্ত ও সুস্বাদু হওয়ায় চাহিদা রয়েছে সারাদেশে।

মুলত লালমাটি এলাকায় এই আমের চাষ হয়। এবার ফলনও হয়েছে বাম্পার। ব্যবসায়ীরা আগাম টাকা দিয়ে আম বাগান কিনে নেয়ায় ন্যায্যমূল্য পায়না বলে অভিযোগ ক্ষুদ্র চাষীদের।

তবে কৃষি কর্মকর্তারা বলছেন আম সংরক্ষনের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।

রংপুরে ১ হাজার ৫৬০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার থেকে বেশী জমিতে আম চাষ হয়েছে। কৃষি বিভাগ আশা করছে, ২০ হাজার মেট্রিক টনের বেশী ফলন হবে হাড়িভাঙ্গা আমের।

এদিকে যশোরের বেনাপোলসহ শার্শায় আম পাকা শুরু হয়েছে প্রশাসনের বেধে দেয়া সময়ের আগেই। কিন্তু জুনের প্রথম সপ্তাহের আগে বাজারহাত নিষেধ থাকায় বিপাকে পড়েন চাষীরা।

চলতি বছর শার্শা উপজেলায় ৩৯০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।