‘মেসি এবার কিছু একটা করবেই’
প্রকাশিত : ১১:২৭ এএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৭ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার
দেশের হয়ে একটি শিরোপা জিততে চান আর্জেন্টিনার হয়ে ৫০ ম্যাচ খেলা রোহো। তিনি মনে করেন, এবারের আর্জেন্টিনা দল আগের বিশ্বকাপের চেয়েও অনেক বেশি গোছানো এবং পরিণত। তাই চার বছর আগের দৃশ্যপট বদলাতে চান রোহো।
রোহা বলেন, চার বছরে তিন তিনটি ফাইনালে উঠেও শিরোপা স্পর্শ করতে পারিনি। এবার হয়তো ঈশ্বরও আমাদের সঙ্গে থাকবেন। তবে তার বিশ্বাস মেসির উপর।
তিনি মনে করেন, মেসি রাশিয়া বিশ্বকাপে ঈশ্বরের দূত হয়ে আর্বিভূত হবেন। ম্যানইউ ডিফেন্ডার বলেন, মেসি এবার আমাদের জন্য কিছু একটা করবে। মেসির হাতেই এবার ঈশ্বর বিশ্বকাপ তুলে দেবেন।
রোহো আরও বলেন, মেসি তার সেরা ফর্মেই থাকবে। মেসি লিগে চলতি মৌসুমে দারুণ পারফর্ম করেছেন। ইউরোপের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
প্রসঙ্গত, মেসিদের গ্রুপে এবার আছে নাইজেরিয়া, ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ড। এদের মধ্যে দারুণ দল আছে ক্রোয়েশিয়ার। তবে রোহো মনে করেন, ক্রোয়েশিয়াকে হারাতে তাদের কোনও সমস্যা হবে না।
একে//