পরিস্থিতি ডিমান্ড করলেই কেবল নির্বাচনে সেনা মোতায়েন : কাদের
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৩ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হবে কি হবে না সেটি সরকার ও নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে।
আজ বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তখন নির্বাচন কমিশন সরকারকে সেনা মোতায়েনের জন্য অনুরোধ করবে। তখন সরকার সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, পরিস্থিতি ডিমান্ড করলেই কেবল সেনা মোতায়েন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁর সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন।
প্রসঙ্গত, ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে এই আন্দোলনের সূত্রপাত হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে পুলিশ ও ইপিআরের গুলিতে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১০ জন শহীদ হন। এরপর আপসহীন সংগ্রামের ধারায় উনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি। সামরিক শাসক আইয়ুব খানের পতন হয়।
/ এআর /