ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

মাদাম তুসোয় মোমের বিরাট

প্রকাশিত : ০৯:১৩ এএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

শচীন টেন্ডুলকার, কপিল দেব এবং ফুটবল যুবরাজ লিও মেসির পাশেই স্থান পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের রাজধানীতেই কোহলি পেলেন বিরাট সম্মান। দীর্ঘ প্রতিক্ষার পর দিল্লির মাদাম তুসো-তে উন্মোচিত হল বিরাট কোহলির মোমের মূর্তি।

কোহলির একশোর বেশি ছবি দেখে পুঙ্খানুপুঙ্খ মাপে বিরাটের মোমের মূর্তি তৈরি করেছে মার্লিন এন্টারটেনমেন্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

সংস্থার কর্ণধার অংশূল জৈন জানিয়েছেন, ‘ভারতে ক্রিকেট এবং ক্রিকেটারদের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর এই মুহূর্তে দেশব্যাপী বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। কোহলি অনুরাগীদের বিরাট প্রেমের কারণেই মাদাম তুসোয় স্থান পেয়েছেন ভারত অধিনায়ক। আগামী দিনে এখানে আরও ক্রিকেট তারকাদের স্থান দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।’

নিজের মোমের মূর্তি নিয়ে কোহলি জানিয়েছেন, ‘যারা অক্লান্ত পরিশ্রম করে আমার মূর্তি তৈরি করছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের প্রচেষ্টা প্রশংসনীয়। আমাকে বেছে নেওয়ার জন্য মাদাম তুসো-কেও ধন্যবাদ। আমার অনুরাগীরা যেভাবে আমাকে ভালোবেসেছে, আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা আমার কাছে চিরকালীন হয়ে থাকবে।’

সূত্র : জি নিউজ

এসএ/