ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

(ভিডিও)

জামালপুর কিশোরগঞ্জ ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

জামালপুর, কিশোরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন হয়েছে। দামও বেশ ভালো। তবে বৈরি আবহাওয়ার কারণে লিচুর রাজধানী দিনাজুপুরে ভালো রং আসেনি। তাই দাম কিছুটা কম।

জামালপুরের শিতলকুশা, শ্রীরামপুর, রঘুনাথপুর, শাহাবাজপুরে ঢুকলেই চোখে পড়ে থোকায়-থোকায় লিচু। এবছর জেলার ৭৫০ একর জমিতে চাষ হয়েছে রসালো এই ফল। ভালো ফলন চাষিদের মুখে এনেছে হাসি।

কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় যেদিকে চোখ যায় সেদিকেই লিচু আর লিচু। অসাধারণ স্বাদের এই ফল প্রতি শ বিক্রি হচ্ছে চার থেকে পাঁচশো টাকায়।

ঠাকুরগাঁওয়ে বেশিরভাগ এলাকায় লিচুর ভালো ফলন হয়েছে। রং আর আকারও বেশ। চাষিরাও পাচ্ছে প্রত্যাশিত দাম।

দিনাজপুরে এ বছর পাঁচ হাজার ছয়শো হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। ফলন দেখে উৎফুল্ল হয়েছিলো বাগান মালিকরা। কিন্তু রং ভালো না হওয়ায়, মিলছে না প্রত্যাশিত দাম।

মুকুল আসার পর থেকেই গাছে কীটনাশক ও হরমোন প্রয়োগ করে অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর। লিচু বিষমুক্ত রাখতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন ভোক্তারা।

একে//