ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘বাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করা হয়েছে’

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

২০১৮-১৯ অর্থবছরের বাজেট বাস্তবায়নযোগ্য বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, মোটামুটি যে লক্ষমাত্রা নির্ধারণ করেছি সেটাই হবে। মুহিত বলেন, বাজেট কী করে ভুয়া হতে পারে? এটা নির্বোধদের জন্যই ভুয়া হতে পারে।

শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ সরকার যেভাবে সুযোগ সুবিধা দিয়েছে অন্য কোনও সরকার এ রকম দেয়নি।

তিনি বলেন, এ বাজেটে ব্যাংক মালিক এবং শিল্পপতিদের ‍সুবিধা দেওয়া হয়েছে।

মুহিত বলেন, আমার প্রত্যেক বাজেটই নির্বাচনী বাজেট। কারণ আমি একজন দলের সদস্য। আমি তো এমন বাজেটই দেবো, যেটা মানুষ পছন্দ করবেন।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তুষ্টিকেই মূল লক্ষ্য ধরে গতকাল বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটের মোট ব্যয় ধরা হয়েছে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি। নির্বাচনী বছর হওয়ায় এবারের বাজেট সরকার ও সব শ্রেণির মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

একে// এসএইচ/