ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অস্ট্রিয়ায় বন্ধ হচ্ছে সাত মসজিদ

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

অস্ট্রিয়ায় সাতটি মসজিদ বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সেই সাথে এসব মসজিদের ইমামদেরও বরখাস্ত করার ঘোষণা দেয় সরকার। বিদেশী অর্থায়নে পরিচালিত হওয়ার অভিযোগে এসব মসজিদ বন্ধ করা হবে বলে ঐ ঘোষণায় বলা হয়। 

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, এই উদ্যোগ ইসলামী ধর্ম রাজনীতির বিরুদ্ধে একটি বড় দেয়াল।

অস্ট্রিয়া সরকার ঐ সাতটি মসজিদের সাথে তুরস্ক সরকারের যোগসাজোশ আছে বলে সন্দেহ করে। তবে এসব মসজিদ বন্ধের বিষয়ে অস্ট্রিয়ার নড়েচড়ে বসার পিছনে আছে গো এপ্রিলের এক ঘটনা। সে সময় অস্ট্রিয়ার একটি মসজিদে শিশুদের একটি অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে শিশুরা প্রথম বিশ্বযুদ্ধের গ্যালিপোলি’র যুদ্ধ নিয়ে নাটক প্রদর্শন করে। আর এতেই নড়েচড়ে বসে অস্ট্রিয়া সরকার।

গ্যালিপোলি যুদ্ধের নাটকটি আয়োজিত হয় গ্রে ওলভস গ্রুপের পৃষ্ঠপোষকতায়। তুরস্ক ভিত্তিক এই গ্রুপের অতিরিক্ত জাতীয়তাবাদী মতামত বিশিষ্ট হওয়ার জনশ্রুতি আছে।

এই নাটক প্রদর্শনের পর অস্ট্রিয়ার ২৬০ জন ইমামের মধ্যে ৬০ জন ইমামের বিরুদ্ধে তদন্ত করছে দেশটির সরকার। এদের মধ্যে অন্তত ৪০ জন ইমাম তুরস্ক সরকারের ঘনিষ্ঠ এটিআইবি গ্রুপের সাথে সংশ্লিষ্ট বলে দাবি করে সরকার।

তবে অস্ট্রিয়ার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দপ্তর থেকে মসজিদ বন্ধ করার অস্ট্রিয়ার সিদ্ধান্তকে “ইসলাম ভীতি, জাতিবিদ্বেষী ও বৈষম্যমূলক’ হিসেবে আখ্যায়িত করা হয়। তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালীন এক টুইট বার্তায় বলেন, “ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করার আরেকটি উদাহরণ এটি”।  

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//এসি