জি-৭ সম্মেলন
ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধে জড়াচ্ছে কানাডা-ফ্রান্স
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার
জি-৭ সম্মেলনে বাকযুদ্ধে জড়াতে পারেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নীতির বিরোধীতা করে ফ্রান্স ও কানাডার নেতারা ট্রাম্পের সঙ্গে দরকষাকষি করতে পারেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ইরান ও জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধে জড়াতে পারেন সংগঠনটির অন্য দেশের নেতারাও।
চলতি বছরে এই সম্মেলনকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী সম্মেলন বলে ধরা হচ্ছে। এদিকে সম্মেলন শুরুর প্রাক্কালে বাকযদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার নেতারা। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সবার পর ওই সম্মেলনে যোগ দিবেন এবং সবার আগে সম্মেলন থেকে বিদায় নিবেন।
স্টিল ও অ্যালোমিনিয়ামের উপর শুল্ক আরোপের পরই যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ হয় তার ব্যবসায়িক মিত্ররা। এদিকে জলবায়ু ও ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উচ্চ বাক্য বিনিময় হতে পারে দুই দেশের নেতাদের, এমন ইঙ্গিতও মিলেছে বলে দাবি করেছে বিবিসি।
কানাডার কুইবেকে আজ শুক্রবার থেকে সম্মেলন শুরু হচ্ছে। কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান এবং জার্মানির সমন্বয়ে জি-৭ গঠিত হয়েছিল। মূলত অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রতি বছর সাত দেশ একত্রিত হলেও বর্তমানে বৈশ্বিক ইস্যুগুলো সম্মেলনে প্রাধান্য পায়।
সূত্র: বিবিসি
এমজে/