ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিশ্বকাপ শুরুর আগেই ফিক্সিংয়ের ফুটবলে কালোর ছায়া

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

এবার ফিক্সিংয়ের কবলে পড়তে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্টিং অপারেশন প্রকাশ্যে ঘুষ নিতে দেখা গেল বিশ্বকাপের জন্য তালিকাভুক্ত রেফারিকে৷ ফিফা বিশ্বকাপে তালিকাভুক্ত রেফারির পাশাপাশি আরও কয়েকজন রেফারিকেও ভিডিওতে দেখা গিয়েছে৷ শুধু একা রেফারি নন, আফ্রিকান ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন কর্তাকেও দেখা গেল উপহার হিসেবে টাকার তোড়া তুলে নিতে৷

বিশ্বকাপের আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশন কর্তা এবং স্বীকৃত রেফারিদের মধ্যে একটি গোপন স্টিং অপারেশন করে বিবিসি৷ বিবিসি-র দাবি অধিকাংশ রেফারিই টাকার পরিবর্তে ম্যাচে পক্ষপাতিত্বে রাজি হয়ে যান৷ যে রেফারিদের মধ্যে স্টিং করা হয়েছিল তাঁদের মধ্যে রয়েছেন কেনিয়ার রেফারি আদিল মারোয়া৷ রাশিয়ায় ফিফা বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ খেলানোর কথা ছিল তাঁর৷ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের তরফেই তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল৷ মারোয়ার এই স্টিং-প্রকাশ হওয়ার পরই ফুটবল-জগতে হুলস্থুল পড়ে যায়৷ প্রশ্ন উঠতে থাকে রাশিয়া বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে৷ তদন্তের নির্দেশ দেয় ফিফা৷ মারোয়া অবশ্য ফুটেজ প্রকাশ্যে আসার পর নিজে থেকেই ফিফার রেফারি পদ থেকে পদত্যাগ করেছেন ৷

মারোয়া ছাড়াও স্টিং অপরেশনে নাম জড়ায় ফিফা কাউন্সিলের সদস্য কেশি ন্যান্টাক্যির৷ আফ্রিকান ফুটবলের প্রভাবশালীদের তালিকায় একেবারে প্রথম সারিতে উচ্চারিত হয় কেশির নাম৷ আফ্রিকান কনফেডারেশনের পাশাপাশি ফিফাতেও বেশ প্রভাব রয়েছে কেশির৷ স্টিং অপারেশনে তাঁর ছবি প্রকাশ পাওয়ার পরই ফিফার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ গতবছর মে মাসেই আগে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে পদ ছাড়তে হয়েছিল খোদ ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার৷ সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ ৭ জন ফিফা আধিকারিককে গ্রেপ্তার করেছিল সুইস পুলিশ৷ ১৪ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের পদ থেকে৷ এই ঘটনার পরই প্রশ্ন উঠতে থাকে ফিফার স্বচ্ছতা নিয়ে৷ সদ্য প্রকাশিত স্টিং সেই প্রশ্ন আরও জোরালো করল৷

সূত্র: সংবাদ প্রতিদিন
এমজে/