বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়েছে: চট্টগ্রাম চেম্বার
প্রকাশিত : ১১:০২ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার
প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
চট্টগ্রাম চেম্বারের নেতারা বলছেন, এতে দারিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষার আওতা বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী ছয় মাসের মধ্যে ৩৫ শতাংশ বাস্তবায়ন করা গেলেই এ বাজেট জনকল্যানমুখী হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
প্রতিক্রিয়ায় গ্রিন ফ্যাক্টরি করার লক্ষে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প কারখানাকে প্রণোদনা দিতে ১২ শতাংশ ট্যাক্স ধার্য করায় প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োবান্ধব বলে মন্তব্য করেছে ব্যবসায়ী সংগঠনটি। তবে এলসির ক্ষেত্রে উৎসে কর বিরোধিতা করেছেন চেম্বার নেতারা।
এছাড়া বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণসহ যেসব মেগা প্রকল্প নেয়া হয়েছে তা যথাসময়ে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা।
প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং অবকাঠামোগত সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
এদিকে কঠিন হলেও ধাপে ধাপে এই বাজেট বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।
বাজেট যথাযথভাবে বাস্তবায়ন হলে দেশ উন্নয়নের কাংখিত লক্ষ্যে পৌঁছাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
ভিডিও:
এসি