ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতেই এ বাজেট: বিএনপি [ভিডিও]

প্রকাশিত : ১১:১৬ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার সুযোগ আর জনগণের সঙ্গে ধাপ্পাবাজি ছাড়া এই বাজেট আর কিছুই নয়।  

তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই বাজেট প্রত্যাখান করেছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

এই বাজেটের ফলে জনগনের ঋনের বোঝা বাড়বে বলেও দাবি করেন তারা।  

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজেটের প্রতিক্রিয়া জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।   

তিনি অভিযোগ করেন, নির্বাচনী বছরে লুটপাটের জন্যই এই বাজেট করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট গরীবকে আরও গরীব করবে। এই বাজেটে ধনীদেরকে আরও ধনী করার সুযোগ দেয়া হয়েছে।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক না হওয়ায় জনগণ হতাশ হয়েছে।

প্রস্তাবিত বাজেট মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রবৃদ্ধির হার নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলেও অভিযোগ তার।

এবারের বাজেট আপোষকামীতার বলেও মন্তব্য করেন তিনি।  

ভিডিও: 

এসি