তসলিমা নাসরিন
লাইব্রেরি আছে, লাইব্রেরিয়ান নেই, দরকারও নেই
প্রকাশিত : ১০:৩৯ এএম, ৯ জুন ২০১৮ শনিবার
বর্তমানে ইউরোপ ভ্রমণে আছেন ভারতে অবস্থান করা আলোচিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সেখানে বিভিন্ন সময়ের বিশেষ বিশেষ মুহুর্তের ছবি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করছেন ফেসবুকে। তবে এর মধ্যে একটি পোস্ট ভক্তদের দৃষ্টি কেড়েছে। সভ্য দেশের লাইব্রেরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ স্ট্যাটাস দেন।
তসলিমা নাসরিন লেখেন, সিগটুনা নামের ছোট একটি শহর, সেই শহরে রাস্তার পাশে পুরনো এক টেলিফোন বুথ, যেটি এখন আর টেলিফোন বুথ নয়, যেটি এখন পাবলিক লাইব্রেরি।
আমার দেখা সবচেয়ে ছোট পাবলিক লাইব্রেরি। লাইব্রেরিটির কোনও লাইব্রেরিয়ান নেই, দারোয়ান নেই। পাবলিক এখান থেকে নিজ দায়িত্বে বই নেবে, পড়বে, ফেরত দেবে। এভাবেই চলবে লাইব্রেরি। সভ্য দেশে এ রকম লাইব্রেরি অনেক আছে।
পাঠকরা কোথায় বসবেন এমন প্রশ্নের জবাবে তিনি লেখেন, পাশেই এক পার্ক রয়েছে। সেখানে বসে পাঠকরা বই পড়ে আবার ফেরত দিয়ে যাবে।
এসএ/