ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

প্রস্তাবিত বাজেটে নারীদের জন্য বরাদ্দ উন্নয়ন খাতে ব্যয়ের আহ্বান

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৭ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ২৭ জুন ২০১৬ সোমবার

প্রস্তাবিত বাজেটে নারীদের জন্য বরাদ্দ উন্নয়ন খাতে ব্যয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রাজধানীর সেগুন বাগিচায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাজেটে, নারীর জন্য বরাদ্দ শুধু পুনর্বাসনের জন্য নয়, ক্ষমতায়নে ব্যবহারের দাবিও জানায় তারা। এসময়, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পেশাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করারও দাবি জানান বক্তারা। একইসঙ্গে নারী বান্ধব বাজার তৈরীতে নারীকে সহযোগিতা করার দাবি তোলেন তারা।