নাজিবের দুর্নীতির প্রমাণ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১২:২০ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার
নির্বাচনে হেরে যাওয়ার পরই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দারা। শুধু তাই নয়, ওয়ানএমডিবি নামের এক তহবিলের মাধ্যমে নাজিব শতকোটি ডলার হাতিয়ে নিয়েছে বলে যে অভিযোগ রয়েছে, তার যথেষ্ঠ প্রমাণও সরবরাহ করছে মার্কিন গোয়েন্দারা।
এদিকে নাজিবের বিরুদ্ধে মাঠে নেমেছে মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোও। নির্বাচনে হেরে যাওয়ার পর মালয়েশিয়ান গোয়েন্দা সংস্থাকে ওয়ানএমডিবির বিষয়ে তথ্য দিচ্ছে মার্কিন গোয়েন্দারা।
এদিকে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া ছাড়াও আরও অন্তত ৪টি দেশ ওয়ানএমডিবিরে দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে। তবে শুরু থেকেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন নাজিব। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, মালয়েশিয়ার বর্তমান সরকার দুর্নীতির তদন্তে সক্রিয়তা দেখাচ্ছে। তাই তারাও এ সংক্রান্ত তথ্য দিয়ে মালয়েশিয়াকে সহযোগিতা করছে।
এদিকে নাজিবের বিরুদ্ধে যে অনিয়ম রয়েছে, আদালতে তার অভিযোগ দায়ের করতে হবে এক মালয়েশিয়ান নাগরিককে। তাই মালয়েশিয়ার কোনো ঊর্ধতন কর্মকর্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করাতে চায় দেশটি।
সূত্র: রয়টার্স
এমজে/